Country

7 hours ago

Delhi Zoo temporarily closed: দিল্লির মথুরা রোডের চিড়িয়াখানায় বার্ডফ্লুর সংক্রমণ, বন্ধ থাকছে দর্শনার্থীদের জন্য

Delhi Zoo temporarily closed after H5N1 bird flu
Delhi Zoo temporarily closed after H5N1 bird flu

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : দিল্লির মথুরা রোডের চিড়িয়াখানায় বার্ডফ্লুর সংক্রমণের হদিশ মিলেছে। তাই শনিবার থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ থাকছে দর্শনার্থীদের জন্য। দু'টি নমুনায় এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে, তাই নতুন দিল্লির মথুরা রোডেয় জাতীয় প্রাণিবিদ্যা উদ্যান শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

নারুনাল জুওলজিক্যাল পার্কের পরিচালক সঞ্জিত কুমার বলেন, "ন্যাশনাল জুওলজিক্যাল পার্কের জলপাখির খাঁচায় থাকা দু'টি মৃত রঙিন স্টর্কের নমুনা ২৭ আগস্ট ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস (এনআইএইচএসএডি) -এ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ২৮ আগস্ট সন্ধ্যায় এনআইএইচএসএডি, ভোপাল উভয় নমুনাতেই এইচএসএন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। অন্যান্য প্রাণী, পাখি এবং চিড়িয়াখানার সুরক্ষা কর্মীদের মধ্যে এর বিস্তার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল জুওলজিক্যাল পার্কের প্রাণী, পাখি এবং কর্মীদের মধ্যে রোগের বিস্তার এবং যোগাযোগ রোধে নিবিড় নজরদারি এবং কঠোর জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ থাকছে।"

You might also like!