জম্মু, ২৯ আগস্ট : জখেনি এবং চেনানির মাঝে ব্যাপক ক্ষতির কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক শুক্রবার পর্যন্ত বন্ধ রয়েছে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সড়কে যাত্রীদের না চলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মানুষ যেন কোনও গুজবে কান না দেন। এদিকে মুঘল রোড ও শ্রীনগর-সোনমার্গ-গুমরি রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সিন্থান রোড আপাতত শুধুমাত্র হালকা যান চলাচলের জন্য খোলা হয়েছে। প্রশাসন যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে এবং ওভারটেক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।