দেহরাদূন, ৩০ আগস্ট : উত্তরাখণ্ডে আপাতত বৃষ্টির কমার কোনও লক্ষণ নেই। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) উত্তরাখণ্ডের বাগেশ্বর, চম্পাবত, চামোলি, দেহরাদূন, উধম সিং নগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ ও অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডের বাসিন্দাদের ভারী বৃষ্টিপাত থেকে কোনও স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য-মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাট, কেরল এবং উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।