শ্রীনগর, ২৮ আগস্ট : নিয়ন্ত্রণরেখায় ফের অনুপ্রবেশ রুখে দিল নিরাপত্তা বাহিনী। অনুপ্রবেশ রুখে দেওয়ার পাশাপাশি দুই সন্ত্রাসবাদীকেও খতম করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের নৌশেরা নার্দের কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাস-বিরোধী অভিযান চলছে। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, "গুরেজ সেক্টরে দুই সন্ত্রাসী নিহত হয়েছে, অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গুরেজ সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একটি যৌথ অভিযান শুরু করে। সতর্ক জওয়ানরা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়ে সন্ত্রাসীদের চ্যালেঞ্জ জানায়, যার ফলে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে দুই সন্ত্রাসীকে খতম করেছে।"