Country

2 hours ago

Sanjay Singh on BJP : সৌরভের বাড়িতে ইডি-র অভিযানে মুখ খুললেন সঞ্জয়, বিজেপিকে কটাক্ষ সিসোদিয়ার

Sanjay Singh
Sanjay Singh

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট : আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় সিং। এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন মণীশ সিসোদিয়াও। এএপি নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি অভিযানের বিষয়ে মঙ্গলবার এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং ভিত্তিহীন। ইডি যে সময়সীমার মধ্যে মামলাটি নথিভুক্ত করেছিল সে সময় তিনি মন্ত্রীও ছিলেন না। এটি এএপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা এবং তাদের জেলে পাঠানোর মোদী সরকারের নীতি। প্রধানমন্ত্রী মোদীর ভুয়ো ডিগ্রি থেকে মনোযোগ সরাতে, প্রধানমন্ত্রী মোদীর ভুয়ো ডিগ্রি নিয়ে আলোচনা থেকে বিরত থাকতে ইডি অভিযান চালিয়েছে।"

অন্যদিকে, মণীশ সিসোদিয়া বলেছেন, "সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির অভিযানের একমাত্র কারণ হল, গতকাল প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে বড়সড় ফাঁস হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রি ভুয়ো তা জানা গেছে। দেশে এটা প্রকাশ্যে এসেছে যে, প্রধানমন্ত্রী ডিগ্রি নিয়ে মিথ্যা বলেছেন, তাই প্রধানমন্ত্রীর ডিগ্রির বিষয়টি থেকে মনোযোগ সরাতে সৌরভ ভরদ্বাজের বাড়িতে হানা দিচ্ছে ইডি। একটি শিশুও হাসবে শুনে যে সৌরভ ভরদ্বাজের বাড়িতে হানা দেওয়া হচ্ছে, তাও আবার মন্ত্রী হওয়ার আগের মামলায়।

You might also like!