Entertainment

1 hour ago

Sreemoyee Chattoraj: কাঞ্চনকে অপমান করে কটূক্তি, নেটিজেনের জন্মপরিচয় জানতে পুলিশের দ্বারস্থ শ্রীময়ী!

Sreemoyee Chattoraj & Kanchan Mullick
Sreemoyee Chattoraj & Kanchan Mullick

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ট্রোল আর বিতর্ক যেন তাঁদের ছায়াসঙ্গী। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ে বিদ্ধ হন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’ পক্ষের সন্তানও! তবে সমালোচকদের তোয়াক্কা না করে নিজের নিয়মেই চলেন তারকা দম্পতি। কিন্তু এবার স্বামী ও তারকা বিধায়কের অপমান সহ্য করতে না পেরে মুখ খুললেন শ্রীময়ী। তবে সমালোচকদের তোয়াক্কা না করে নিজের নিয়মেই চলেন তারকা দম্পতি। কিন্তু এবার স্বামী ও তারকা বিধায়কের অপমান সহ্য করতে না পেরে মুখ খুললেন শ্রীময়ী। 

শ্রীময়ীর মন্তব্য, “চরম কিছু না হলে সাধারণত আমি কোনও বিষয়ে এতটা রিয়্যাক্ট করি না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেনস আমরা সেগুলি দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন! পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।” কমেন্ট বক্সেও কটুক্তি করা জনৈক নেটিজেনের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন শ্রীময়ী।  

অভিনেত্রীর এমন পোস্টে অনুরাগীরাও সমর্থন জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে বারবার কটাক্ষ ও সমালোচনার শিকার হয়েছেন কাঞ্চন মল্লিক। এমনকি তাঁদের বয়সের পার্থক্য নিয়েও প্রায়ই নেটপাড়ার নীতিপুলিশদের কটূক্তি শোনা যায়। তবে এ বার পালটা জবাব দিতে রণংদেহী মেজাজে হাজির শ্রীময়ী চট্টরাজ।

You might also like!