Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

2 hours ago

Durga Puja 2025: এবার পুজোয় ঘর থেকেই টোটো—কান্দিতে চালু ‘দুয়ারে টোটো’ পরিষেবা!

'Door to Door Toto' service launched in Kandi
'Door to Door Toto' service launched in Kandi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অ্যাপ নির্ভর গাড়ি, বাইকের ছড়াছড়ি আর শুধু কলকাতায় নয়, অভিনব ভাবনায় শুরু হছে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা কান্দিতে। মোবাইলেই বুকিং করলেই গাড়ি হাজির হবে দরজায়,সেই আদলেই শুরু হচ্ছে ‘দুয়ারে টোটো’। কিন্তু ঠিক কী এই ‘দুয়ারে টোটো’? উদ্দেশ্য পুজোর মরশুমে কান্দি শহরকে যানজট মুক্ত রাখা। তাই কান্দি পুরসভার উদ্যোগে বিশেষ মোবাইল নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করলেই টোটো হাজির হবে দুয়ারে। রবিবার থেকে টোটো পরিষেবার জন্য চালু হয়েছে এই নম্বর। পাশাপাশি পুজো মরশুমে সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত গোটা কান্দি বাজার এলাকাকে নো-পার্কিং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। কান্দি থানার পাশে ব্যবসায়ী সমিতির মাঠ ও বাজার সংলগ্ন সবুজ সংঘের মাঠে টোটো ও বাইকের পার্কিং জোন করা হয়েছে।

কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক জানিয়েছেন, “কান্দি বাজারে বা অন্যান্য জায়গায় আমরা যানবাহন চলাচলের উপর কোনও নিষেধাজ্ঞা করছি না। টোটো বা বাইক বাজারে সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত প্রবেশ করতে পারবে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। টোটো যাত্রী নামিয়ে চলে যাবে পার্কিং জোনে। তার জন্য দুটি জোন তৈরি করা হয়েছে।” কান্দি টোটো ও ই-রিক্সা ইউনিয়নের সম্পাদক মিরাজ শেখ বলেন, “কেউ বাজার করার পর দোকানদাররা বা সাধারণ বাসিন্দা আমাদের নম্বরে ফোন করলেই তাঁদের কাছে টোটো পৌঁছে যাবে পাঁচ মিনিটের মধ্যে। তার জন্য কুড়িটি টোটো প্রত্যেকদিন রাত সাড়ে দশটা পর্যন্ত অন কলে রাখা হচ্ছে।” কান্দির ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, “মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা।” পাশাপাশি কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, “মূলত কান্দি শহর পূজোর সময় প্রতিবছর যানজটের কবলে পড়ে। এ বছর যাতে যানজট মুক্তভাবেই মানুষ চলাচল করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।”

You might also like!