Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Tathagata Roy: রাজভবন-কাণ্ডে রাজ্যপালের পাশে তথাগত রায়

Tathagata Roy (File Picture)
Tathagata Roy (File Picture)

 

কলকাতা, ৩ মে: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। বিষয়টিতে রাজ্যপাল বোসকে সমর্থন করে এক্স হ্যান্ডলে মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “যারা শ্লীলতাহানি করে তারা সুযোগ পেলেই যে মহিলাকেই পায় তার সঙ্গেই এই কাজ করে বা চেষ্টা করে। তার ফলে তাদের ‘সুনাম’ দিগ্বিদিকে ছড়িয়ে পড়ে। সি ভি আনন্দ বোসকে আমি ওঁর মেঘালয়ে থাকার সময় থেকে চিনি। কস্মিনকালে এরকম বদনাম ওঁর সম্বন্ধে কখন শুনিনি। স্পষ্টতই এটি তৃণমূলের কাজ। এত চুরি ও অন্যান্য কুকীর্তির ফলে তারা নাজেহাল হয়ে এই কাজ করেছে।

এই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির ২১১ নং ধারায় অভিযুক্ত করা উচিত। এই সব ছাড়াও, সংবিধানের ৩৬১ নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা একেবারেই যায় না।”

অপর এক্স হ্যান্ডলে তথাগতবাবু মন্তব্য করেছেন, “রাজভবনের যে অস্থায়ী মহিলা কর্মীটি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করেছেন তার প্রতি আমার সমবেদনা রইল। আপনি কি সাপের গর্তে হাত ঢুকিয়েছেন নিজেই জানেন না। যখন বিপদে পড়বেন তখন কিন্তু তৃণমূলের কেউ আপনাকে চিনতে পারবে না।”


You might also like!