নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কঠোর পরিশ্রম ও আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে, আপনি দেশে বড় লক্ষ্য অর্জনের সংস্কৃতি স্থাপন করেছেন।"
রাষ্ট্রপতি আরও জানান, "এখন বিশ্ব সম্প্রদায়ও আপনার নির্দেশনার প্রতি তাঁদের বিশ্বাস প্রকাশ করছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি চিরকাল সুস্থ ও সুখী থাকুন এবং আপনার অতুলনীয় নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।"
भारत के प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। परिश्रम की पराकाष्ठा का उदाहरण प्रस्तुत करते हुए अपने असाधारण नेतृत्व से आपने देश में बड़े लक्ष्यों को प्राप्त करने की संस्कृति का संचार किया है। आज विश्व समुदाय भी आपके मार्गदर्शन में अपना…
— President of India (@rashtrapatibhvn) September 17, 2025