দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ীর নতুন ছবি ‘জুগনুমা’, এবং আপাতত সেই ছবির প্রচারকাজে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তবে অভিনয় নয়, নানা সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি সংবাদ শিরোনামে থাকেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। নিজের নতুন ছবির প্রচারে গিয়ে মনোজ বাজপেয়ী ফের বিতর্কের জন্ম দিয়েছেন, একহাত নিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে এবং তার সঙ্গে পিআর টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি এক পডকাস্টে ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে মনোজ বাজপেয়ী বলেন, “আমার মনে হয়, আমি যখন কোনো ছবির জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে অভিনয় করি, তখন যথাযথ সম্মান বা স্বীকৃতি পাই না। অথচ শুধুমাত্র পিআর স্টান্টের মাধ্যমে কেউ কেউ ‘সেরা অভিনেতা’ বা ‘ন্যাশনাল ক্রাশ’-এর মতো তকমা পেয়ে যান। এটি আমার মতো এবং পীযুষ মিশ্রের মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক, যাঁরা বহু বছর অভিনয়কে লালন করেছেন এবং ভালোবেসে গেছেন।” মনোজের এই মন্তব্যের পর থেকেই আলোচনার ঝড় শুরু হয়েছে। মূল প্রশ্ন রয়ে গেছে—‘ন্যাশনাল ক্রাশ’ বলতে মনোজ ঠিক কার প্রতি ইঙ্গিত করেছেন এবং কি বোঝাতে চেয়েছেন। নেটিজেন থেকে শুরু করে নতুন প্রজন্মের দর্শক এবং ইন্ডাস্ট্রির অনেকে রশ্মিকাকে ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে সম্বোধন করেন। তাই এই মন্তব্য স্পষ্টতই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও অভিনেত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর মনোজ বাজপেয়ীর বড়পর্দায় মুক্তি পেয়েছে ছবি ‘জুগনুমা: দ্য ফেবল’। ১৯৮০’র প্রেক্ষাপটে হিমালয়ের কোলের এক বাসিন্দার জীবনের আদলে তৈরি হয়েছে। সেই ব্যাক্তির ফলের বাগানের রহস্যজনকভাবে একটি ফলের পোড়া গাছ আবিষ্কার ঘিরে নির্মিত এই ছবি।