Country

2 hours ago

Sanjay Raut: মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি নিয়ে ফড়নবিস সরকারকে তোপ রাউতের

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ২৪ সেপ্টেম্বর : মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি নিয়ে দেবেন্দ্র ফড়নবিস সরকারকে আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "১১টি জেলা নিয়ে গঠিত সমগ্র মারাঠওয়াড়া অঞ্চল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় ৭০ লক্ষ একর কৃষিজমি ভেসে গেছে। প্রায় ৪০ লক্ষ কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাঁরা গবাদি পশু, ফসল, ঘরবাড়ি এবং সবকিছু হারিয়েছেন। কিন্তু সরকার কোথায়? সরকারের প্রায় ১০ লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে। তাহলে, তাঁরা কীভাবে সাহায্য করবে?"

সঞ্জয় রাউত আরও বলেছেন, "শিবসেনা (ইউবিটি) প্রধান দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ১০,০০০ কোটি টাকা তাৎক্ষণিক ত্রাণ প্রদান করা, অন্যথায় মারাঠওয়াড়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সরকারের কয়েকজন লোক এবং মন্ত্রী কী করছেন? তারা ত্রাণের প্যাকেটে নিজেদের দলের ছবি এবং প্রতীক সাঁটিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। শিন্ডের লোকেরাও এখানে রাজনীতি করছে। এটা ঠিক নয়। উদ্ধব ঠাকরে আগামীকাল পরিদর্শন করবেন, মূল্যায়ন করবেন এবং তারপর কথা বলবেন।"

You might also like!