Country

1 hour ago

Cloud burst in Chamoli: চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৬টি বাড়ি ধ্বংস

Chamoli Cloudburst
Chamoli Cloudburst

 

চামোলি, ১৮ সেপ্টেম্বর : মেঘভাঙা বৃষ্টিতে ফের ক্ষয়ক্ষতি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৬টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, "বুধবার রাতে চামোলি জেলার নন্দনগর ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দনগরের কুন্ত্রি লাঙ্গাফালি ওয়ার্ডে ৬টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।" জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, সাতজন নিখোঁজ রয়েছেন, আর দু'জনকে উদ্ধার করা হয়েছে। চামোলি জেলা প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জনসাধারণ আতঙ্কিত এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা চলছে কাজ।

You might also like!