kolkata

5 hours ago

Mahalaya 2025: মহালয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, নতুন গানও লিখলেন মমতা

Chief Minister greets on Mahalaya 2025
Chief Minister greets on Mahalaya 2025

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : মহালয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে নিজের লেখা ও সুর করা একটি পুজোর নতুন গানও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, "জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী"। তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।" এই উপলক্ষ্যে সবার সঙ্গে নিজের লেখা ও সুর করা একটি পুজোর নতুন ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাৎসবের আর মাত্র কিছু দিন বাকি, পুজোর আনন্দ আবেশে মেতে উঠেছেন অনেকেই। কুমোরটুলি হোক অথবা অন্য কোনও পটুয়া পাড়া প্রায় সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। পিতৃপক্ষের অবসানে রবিবারই সূচনা হয়েছে দেবীপক্ষের।

You might also like!