Technology

1 hour ago

Durga Puja 2025: মণ্ডপের দূরত্ব ঠিক কতোটা? ‘Pujo Bondhu’ অ্যাপ বলবে সব, দেবীদর্শন হবে ঘরে বসেই!

Kolkata Police Pujo Bondhu App;Durga Puja 2025
Kolkata Police Pujo Bondhu App;Durga Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজো মানেই এক আলাদা রকমের উচ্ছ্বাস, যার জন্য সারা বছর অপেক্ষায় থাকে বাঙালি। এই চারটে বিশেষ দিনে রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়েও তৎপর থাকে পুলিশ ও প্রশাসন। আর সেই বিষয়টি মাথায় রেখেই, এবার কলকাতা পুলিশ নিয়ে আসছে ‘পুজো বন্ধু’ অ্যাপ, যা পুজোর ভ্রমণকে করবে আরও সহজ ও সুরক্ষিত।

বিষয়টা ঠিক কী? কলকাতা পুলিশের তরফে চতুর্থী অর্থাৎ আগামী শুক্রবার লঞ্চ করা হবে ‘Pujo Bondhu’ অ্যাপ। প্লে-স্টোর থেকে ডাউনলোপ করা যাবে অ্যাপটি। এবার নিশ্চয়ই ভাবছেন যে কী কী মিলবে এই অ্যাপে? জানা যাচ্ছে, এই অ্যাপে থাকবে একশোর বেশি পুজোর হদিশ। শুধু কলকাতা নয়, শহরতলির পুজোর হদিশ মিলবে এই অ্যাপেই।

জানা গেছে, এই অ্যাপে লোকেশন অনুযায়ী বাড়ি বসে প্রতিমার লাইভ ভিউ দেখতে পারবেন। ছবি দেখে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন, প্যান্ডেলে সরাসরি যাওয়ার প্রয়োজন আছে কি না। পাশাপাশি, আপনার বর্তমান অবস্থান থেকে প্যান্ডেল কত দূরে, তাও জানিয়ে দেবে এই অ্যাপ। আরও রয়েছে নিকটস্থ এটিএম, বাসস্টপ, পার্কিংয়ের তথ্য। পুজোর ভিড়ের মাঝে কেউ যদি কোন সমস্যায় পড়েন, তাহলে এমারজেন্সি নম্বরও পাওয়া যাবে এখানে। পথে থাকবেন সিভিক ভলান্টিয়াররা, আর কলকাতা পুলিশের তরফে খোলা হবে কিয়স্ক, যেখানে সাইবার জালিয়াতি সম্পর্কে সতর্কতা দেওয়া হবে। এছাড়া, কলকাতা পুলিশ নতুন ওয়েবসাইটও লঞ্চ করতে চলেছে।

You might also like!