kolkata

2 hours ago

Kolkata Police: পুজোর আগে ভিনরাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচার—অস্ত্র উদ্ধারে পুলিশ কমিশনারের কঠোর পদক্ষেপ!

CP Manoj Verma
CP Manoj Verma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বিহার ও ঝাড়খণ্ড থেকে কলকাতায় অবৈধ অস্ত্র পাচারের খবর উদ্বেগজনক। সেই অস্ত্র উদ্ধারে পুলিশের কড়া নজর রয়েছে। রবিবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার একটি জিমে গুলি চালানোর ঘটনা ঘটেছে, আর সোমবার পশ্চিম বন্দরে রাস্তার মাঝখানে গুলিতে এক যুবকের মৃত্যু হয়। উৎসবের মরশুমে শহরে পরপর এসব শুটআউটের ঘটনায় পুলিশ সতর্কতা জোরদার করেছে। এত অস্ত্র কোথা থেকে আসছে, তা খতিয়ে দেখছে লালবাজার। 

এদিন এই ব্যাপারে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, ”দু’দিন পরপর গুলি চলার ঘটনা ঘটেছে শহরে। এদিন একটি অস্ত্র উদ্ধার হয়েছে। কলকাতায় অস্ত্র পাচার যাতে না হয়, সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের বাইরে থেকে অস্ত্র পাচার হচ্ছে। বিহার ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসছে। কলকাতা পুলিশ তল্লাশি করে বহু অস্ত্রও উদ্ধার করেছে। চলতি বছরে প্রচুর অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়াও রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে উদ্ধার হয়েছে অস্ত্র। বাইরে থেকে অস্ত্র কলকাতায় ঢুকছে বলে যে অভিযোগ উঠেছে, সেগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।”

প্রসঙ্গত, রবিবার মহালয়ার দিন দক্ষিণ কলকাতার চারু মার্কেটের একটি জিমের ভিতরে রেনকোট ও হেলমেট পরে দুই আততায়ী পরপর গুলি চালায়। একটি গুলি মেঝে এবং আরেকটি সিলিংয়ে লাগে। তারপর তারা বাইকে করে পালিয়ে যায়। পুলিশ জানতে পেরেছে, গুলি চালানোর পেছনে প্রোমোটিংয়ের ব্যবসা নিয়ে জটিলতা রয়েছে। প্রোমোটিংয়ের জমি নিয়ে জিমের মালিকের সঙ্গে সম্ভাব্য বিরোধের কথাও তারা উড়িয়ে দিচ্ছে না। কসবা এলাকার এক গ্যাংস্টারের সঙ্গে জিমের মালিকের যোগাযোগ ছিল বলে সোশ্যাল মিডিয়া থেকে পুলিশ তথ্য পেয়েছে। তবে তাঁদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রোমোটিংয়ের কাজে জিমের মালিকের সঙ্গে কারা যুক্ত ছিল, তা নিয়েও তদন্ত চলছে। যারা বাইকে করে এসে গুলি চালিয়েছে, তারা কোন পথ দিয়ে পালিয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে পুলিশি তদন্তে।

You might also like!