কলকাতা, ২ ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপমা গঙ্গোপাধ্যায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি বিপদমুক্ত বলা যাবেনা। কারণ শুক্রবার সকালে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়েছে। হৃদরোগের সমস্যার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে চিকিৎসক দেখেন তিনিই সৌরভের মাকে দেখাশোনা করছেন।