দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সলমন খানকে ফের খোঁচা দিলেন অশ্নীর গ্রোভার। ‘বিগ বস্’-এর মঞ্চ থেকে শুরু হওয়া তাদের বাগযুদ্ধ এক বছর পার হলেও থেমে নেই। এবার খবর, ‘বিগ বস্ ১৯’-এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে যোগ দেওয়ার প্রস্তাব এসেছে অশ্নীরের কাছে। নিজেই তিনি সামাজিক মাধ্যমে ই-মেলের স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন এই প্রস্তাবের কথা। তবে সেই স্ক্রিনশটের সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন।
অশ্নীর অবশ্য খোঁচা দিতে ছাড়েননি—তিনি লিখেছেন, “হাহা! আগে সলমন ভাইকে জিজ্ঞেস করে নে। আমি মনে হয় তত ক্ষণে ফাঁকা হয়ে যাব।” অর্থাৎ, বছর ঘুরলেও এই দুই তারকার বচসা এখনও দর্শকদের বিনোদনের ঠিক একই সূত্রেই রয়ে গেছে।
‘বিগ বস্’-এর আদলেই একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন অশ্নীর। অনুষ্ঠানের নাম ‘রাইস অ্যান্ড ফল’। ‘বিগ বস্’-এর সময়েই এই অনুষ্ঠান অন্য একটি চ্যানেলে দেখানো হয়। সেই রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর কাছে প্রতিযোগিতা হয়ে উঠেছে বলে মনে করছেন উদ্যোগপতি। আর তাই নাকি ‘বিগ বস্’-এর নির্মাতারা তাঁকে যোগ দিতে ডাকছেন। অশ্নীরের অনুমান, সলমন এখনও জানেন না, তাঁকে ‘বিগ বস্ ১৯’-এ আসার প্রস্তাব দিয়েছেন কাস্টিং ডিরেক্টর। জানতে পারলে কাস্টিং ডিরেক্টর-এর চাকরি যেতে পারে বলেও খোঁচা দিয়েছেন তিনি।
সলমন ও অশ্নীরের মধ্যে সমস্যার সূত্রপাত কী ভাবে? কিন্তু, ঠিক কী হয়েছিল? ২০১৯ সালে তাঁর সংস্থার মুখ হিসাবে সলমন খানকে নেওয়া হয়। এই বিষয়ে অশ্নীর দাবি করেছিলেন, সলমন খান নাকি ৭.৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর কথা বলার পরে নাকি তিনি ৪.৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। এই বিষয় নিয়ে ‘বিগ বস্’-এর খোলা মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন সলমন খান। ভাইজান বলেছিলেন, “আমি একটি ভিডিয়ো দেখেছি। আপনি দাবি করেছিলেন, আমার সঙ্গে নাকি নির্দিষ্ট অর্থের বিনিময় চুক্তি হয়েছে। এগুলো তো একটাও সত্যি নয়। এই ধরনের মিথ্যাচার করা তো ঠিক নয়।”