Country

2 hours ago

Lightning strike in Fatehpur : ফতেহপুরে বজ্রপাত: ৭ জন নিহত, আহত আরও ২

lightning strike (symbolic picture)
lightning strike (symbolic picture)

 

ফতেহপুর, ১ অক্টোবর  : উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় মঙ্গলবার রাতে বজ্রপাতে প্রাণ হারায় ৭ জন। আহত আরও ২ জন। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, দাতৌলি গ্রামের রবি পাল (৩৬) ও তাঁর ছেলে ঋষভ (১৪), নীরজ গুপ্ত (৪৫) ও বিপিন রৈদাস (৩৫), কিশনপুরের জগেশরণ নিষাদ (৪৫), গাজীপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী দেশরাজ (৭৫) এবং থরিয়ান থানার সনা বানো (৪০) বজ্রপাতে প্রাণ হারায়। রামচন্দ্র (৩৫) ও লোটন (৪০) গুরুতর আহত হয় এবং সঙ্গে থাকা গবাদি পশু মারা যায়। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।


You might also like!