Entertainment

1 hour ago

Aryan Khan : আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা, মাদক সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ওয়াংখেড়ে-পত্নীর

Aryan Khan, Sameer Wankhede
Aryan Khan, Sameer Wankhede

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:২০২১ সালে প্রমোদতরী কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ়, যেখানে আরিয়ান পরোক্ষে সমীরকে খোঁচা দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ ও তাঁর পুত্রের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন সমীর। এবার সমীরের হয়ে ময়দানে নামলেন তাঁর স্ত্রী, আরিয়ানকে পাল্টা খোঁচা দিয়ে নতুন চাঞ্চল্য তৈরি করলেন।

সিরিজ়ে এক এনসিবি আধিকারিকের চরিত্রকে পরোক্ষভাবে ব্যঙ্গ করা হয়েছে, যাঁর চেহারার সঙ্গে সমীর ওয়াংখেড়ে’র মিল রয়েছে বলে নেটাগরিকরা মনে করছেন। মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে, সেই সময়ে এনসিবি আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন সমীর। সংশোধনাগারে থাকতেও হয়েছিল শাহরুখ-পুত্রকে। যদিও পরে তিনি মামলা থেকে অব্যাহতি পান, সিরিজ়ে সেই ঘটনাকে পরোক্ষভাবে ব্যঙ্গ করা হয়েছে বলেই ধারণা। দিল্লি হাই কোর্ট থেকে পাল্টা প্রত্যাঘাত পেতে হয়েছে সমীরকে। সম্প্রতি মাদকবিরোধী সচেতনতা নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর সমীরের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মাদকের সমস্যা অত্যন্ত গভীর। এটি হাসিঠাট্টার বিষয় নয়। খুব দেরি হওয়ার আগে আশা করি মানুষ এই সমস্যার গুরুত্ব বুঝবে।”


You might also like!