Festival and celebrations

1 hour ago

Durga Puja Fashion: পুজোয় প্রেমিকার মন জয় করতে চাও? তোমার সাজপোশাকেই লুকিয়ে আছে ম্যাজিক!

Durga Puja Fashion
Durga Puja Fashion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর চারটে দিন বাঙালির কাছে শুধুই উৎসব নয়, এ সময় যেন প্রাণ ভরে বাঁচার আর বুক ভরে শ্বাস নেওয়ার মুহূর্ত। কলকাতার নানা শপিং হাবে জমে ওঠে উপচে পড়া ভিড়, আর এই উৎসবের মরশুমে যেমন মহিলারা ফ্যাশনে মাতেন, তেমনই পুরুষদের কাছেও এটা নিজেকে ফ্যাশনিস্তা করে তোলার এক দারুণ সুযোগ। তাই রইল পুজোর চার দিনের জন্য পুরুষদের স্টাইলিং টিপস।

পুজোর সাজ বলতে বাঙালির মাথায় প্রথমেই আসে ধোপদুরস্ত, ট্র্যাডিশনাল লুক। এই কদিন এথনিক ওয়্যারই হয়ে ওঠে প্রথম পছন্দ। আপনি যদি সেই বাঙালিয়ানার ছোঁয়ায় সেজে উঠতে চান, তাহলে ভিকি কৌশলের মতো একটি স্টাইলিশ অথচ সিম্পল লুক ট্রাই করে দেখতে পারেন। ষষ্ঠীর জন্য এই ধরনের লুক একেবারে পারফেক্ট — কারণ, এদিনই সাধারণত অফিসের শেষ দিন, তার পরেই শুরু হয় পুজোর ছুটির আনন্দ। সারাদিনের ক্লান্তির পরে যদি আপনি আরামদায়ক অথচ স্টাইলিশ কিছু খুঁজে থাকেন, তাহলে লুজ ফিট সুতির শার্ট ও প্যান্ট হতে পারে আদর্শ পছন্দ। সঙ্গে চাইলে ম্যাচ করে নিতে পারেন সুতির স্কার্ফও, যা আপনাকে দেবে একটা ক্যাজুয়াল অথচ রিফ্রেশিং ভাইব।

সপ্তমীর সাজে এলিগ্যান্স ও তার সঙ্গে এথনিসিটি বজায় রাখতে ট্রাই করতে পারেন আয়ুষ্মান খুরানার এই লুক। প্যাস্টেল শেডের এই পাঞ্জাবি সঙ্গে সাদা বা প্যাস্টেল শেডের পাজামা। মানানসই জুতো, হাতে ঘড়ি সবমিলিয়ে বাঙালি কেতাদুরস্ত সাজে আপনার সপ্তমীর সাজ সম্পূর্ণ।

অষ্টমী মানেই বাঙালিয়ানা ভরপুর থাকবে আপনার সাজে। অষ্টমীর সন্ধ্যায় বিশেষ মানুষের শাড়ির সঙ্গে মানানসই ধুতি পাঞ্জাবিতে সেজে উঠতে চাইলে ট্রাই করতে পারেন নবাবপুত্তুরের ধুতি পাঞ্জাবিতে এই বাঙালি ‘বাবুয়ানা’ সাজ। তসরের ধুতি পাঞ্জাবিতে জমে যাবে আপনার অষ্টমী।

নবমীর সন্ধ্যায় জমকালো সাজে সেজে উঠতে ট্রাই করতে পারেন এরকম একটি বন্ধগলা, পাটিয়ালা শেরওয়ানি। আইভরি রঙ বা যে কোনও অন্য রঙের এইরকম পোশাকে সেজে উঠতে পারেন আপনিও নবমীর সন্ধ্যায়। যেহেতু পুজোয় ঘুরে বেড়ানোর ফাঁকে মন বলে ওঠে ‘অদ্যই শেষ রজনী’ কখনও আবার মন বলে ‘যেও না নবমী নিশি’ তাই শেষদিনে মন যেভাবে সাজতে চায় তা সম্পূর্ণ করতে হবেই। আর তাই পছন্দ মাথায় রেখে এভাবে সেজে উঠতে পারেন নবমীর জন্য।

দশমী, মায়ের বিদায়ের পালা। লাল-সাদা পোশাকেই মূলত এদিন সেজে ওঠার পালা। তবে অনেকেই সাদা বা লালের বদলে অন্য রঙ্গেরপশাক পরতে পছন্দ করেন। সেক্ষেত্রে ন্যুড প্যাস্টেল শেডের ধুতি প্যান্টের সঙ্গে পাঞ্জাবি-জহর কোর্টে সেজে উঠতে পারেন আপনি। সঙ্গে সিঁদুরখেলা মাস্ট।

You might also like!