গুমলা, ২৪ সেপ্টেম্বর : পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই ঝাড়খণ্ডের গুমলা জেলায়। গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন মাওবাদী। বুধবার ভোর থেকে সকালে বিষ্ণুপুর থানা এলাকার জঙ্গলে ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের কর্মীদের সঙ্গে গুমলা পুলিশ ও জাগুয়ার বাহিনীর প্রবল গুলির লড়াই চলে। তাতেই এখনও পর্যন্ত তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। সংঘর্ষের পাশাপাশি এলাকা জুড়ে চিরুনি তল্লাশিও শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, নিহত তিন মাওবাদীর মধ্যে ছোটু ওরাওঁ নামে এক মাওবাদী রয়েছে। ওই মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। গোটা এলাকায় এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।