গুয়াহাটি, ১ অক্টোবর : কামরূপ মেট্রো জেলান্তর্গত সোনাপুরের বেজেনি এলাকায় একটি পূর্ণ বয়স্ক বুনো হাতির মৃত্যু হয়েছে।স্থানীয় জনতার অভিযোগ, বুনো হাতির আনাগোনা রুখতে কৃষিখেতের চার পাশে বিদ্যুৎ পরিবাহী তারের বেড়া সংস্থাপন করার ফলে মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে।খাদ্যের সন্ধানে গত রাতে সংলগ্ন জঙ্গল থেকে নেমেছিল হাতির দল। সে সময় কৃষিখেতে প্রবেশের চেষ্টা করলে বিদ্যুৎ পরিবাহী বেড়ার সংস্পর্শে এসে বুনো হাতিটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ওই অঞ্চলে প্ৰায়ই বুনো হাতির দল পাহাড় থেকে নেমে খেতের ফসল ইত্যাদি নষ্ট করে। তাই ফসল রক্ষার জন্য কেউ কেউ তাঁদের খেতে যাতে কোনও জীবজন্তু প্ৰবেশ করতে না পারে সেজন্য বিদ্যুৎ পরিবাহী তারের বেড়া সংস্থাপন করেন।এদিকে, বুনো হাতির মৃত্যুর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্ৰাথমিক তদন্ত শুরু করেছেন। পাশাপাশি হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থাও শুরু করেছেন তারা।