ম্যানচেস্টার: ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে সিটি বার্নলির বিরুদ্ধে। বার্নলিকে হারিয়ে জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। মাক্সিম এস্তেভের আত্মঘাতী গোলের পর প্রথমার্ধেই সমতা ফেরান জেইডন অ্যান্থনি। দ্বিতীয়ার্ধে মাথেউস নুনেস আবার সিটিকে এগিয়ে দেওয়ার পর নিজের দ্বিতীয় আত্মঘাতী গোল করে বসেন এস্তেভ। ম্যাচের শেষের দিকে জোড়া গোল করে আনন্দে মাতেন হলান্ড। ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি।