দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পার্স বা ওয়ালেট শুধু টাকার ব্যাগ নয়, বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে এটি জীবনের সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। আমরা যখনই ঘর থেকে বেরোই, পার্স আমাদের নিত্যসঙ্গী। কিন্তু জানেন কি, পার্সে রাখা কিছু ভুল জিনিসই নাকি ডেকে আনে অর্থকষ্ট, দারিদ্র আর দুর্ভাগ্য? বাস্তুমতে, পার্সে ইতিবাচক শক্তি ধরে রাখতে গেলে কয়েকটি বিষয় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। নইলে অর্থভাগ্যের পথে আসতে পারে বাধা। এবার জেনে নিন, কোন কোন জিনিস কখনওই পার্সে রাখা উচিত নয়।
বাস্তুশাস্ত্র অনুসারে পার্সে কখনোই ছেঁড়া ও নোংরা নোট রাখবেন না। পার্সে ছেঁড়া নোংরা নোট রাখা অত্যন্ত অশুভ। এর ফলে কূপিতা হন মা লক্ষ্মী। এই কাজ করলে সম্পদ ও সমৃদ্ধি আপনাকে ছেড়ে বিদায় নেবে। একই ভাবে জং ধরা ও ভাঙা কয়েন ভুলেও পার্সে রাখবেন না।
অনেকেই আমরা পুরোনো বিল ও অপ্রয়োজনীয় কাগজ পার্সে গুঁজে রাখি। এই অভ্যেস কিন্তু মোটেও ভালো নয়। বাস্তুশাস্ত্র বলছে, এর ফলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়। পার্সে এই সব জিনিস রাখলে আর্থিক সংকট সৃষ্টি হয়। তাই পার্সে এই সব জিনিস থাকলে তা এখনই সরিয়ে ফেলুন।
পার্সে বিস্কুট, ক্যান্ডি, মুখশুদ্ধি জাতীয় খাবার জিনিস অনেকেই রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্র একে অশুভ অভ্যেস বলে চিহ্নিত করেছে। পার্সে কোনও রকম খাবার জিনিস থাকলে রুষ্ট হন মা লক্ষ্মী।
প্রিয় মানুষের ছবি আমরা অনেকেই পার্সে রেখে দিই। কিন্তু কোনও মৃত মানুষের ছবি ভুলেও পার্সে রাখবেন না। পার্সে থাকা মৃত ব্যক্তির ছবি অশুভ শক্তির উৎস।
যে চাবি কোনও কাজে লাগে না, সেই চাবি ভুলেও পার্সে রাখতে নেই। পুরোনো ভাঙা অকেজো চাবি জমিয়ে রাখলে রাহু ও কেতুর অশুভ প্রভাব পড়ে। এর ফলে আপনার খরচ আচমকা বেড়ে যেতে পারে এবং আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।