kolkata

2 hours ago

Baghajatin News : বোধনের দিনে বাঘাযতীনে মহিলার রহস্যমৃত্যু, ফ্রিজের পাশে উদ্ধার দেহ!

Woman mysterious death Baghajatin
Woman mysterious death Baghajatin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ষষ্ঠীর দেবীর বোধনের দিনেই বাঘাযতীন এলাকার এক মহিলার রহস্যময় মৃত্যু ঘটেছে। একতলার ঘরের ফ্রিজের পিছনের অংশ মোছার সময় তাঁর মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কারণেই মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যাদবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম নমিতা পাল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ওই মহিলা। এলাকার একটি বাড়ির একতলার অংশে একাই থাকেন তিনি। আজ, রবিবার বেলায় তিনি ঘর পরিষ্কারের কাজ করছিলেন। ফ্রিজের পিছনের দিকের মেঝে ভিজে কাপড় দিয়ে মুছছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেসময়ই তিনি আর্তনাদ করে ওঠেন। আশপাশ থেকে ছুটে যান স্থানীয়রা। দেখা যায় নমিতা পাল মেঝের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান। 

ঘটনার খবর যাদবপুর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করার সময় কি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তিনি, সেটাই তদন্তের বিষয়। মৃতার হাতে একটি কালো দাগ পাওয়া গেছে, যা বিদ্যুৎস্পৃষ্টের ফলে তৈরি হয়েছে কিনা, সে প্রশ্নও উঠেছে। অন্যদিকে, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, রিপোর্ট না এলে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়। নমিতা দেবী ছিলেন অত্যন্ত মিশুক স্বভাবের, পুজোর দিন সকালেও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। এই ঘটনায় পুজোর আনন্দে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

You might also like!