Technology

1 hour ago

WhatsApp Translation: মুহূর্তে যেকোনো ভাষা বুঝুন –WhatsApp-এ এসেছে নতুন অনুবাদ টুল!

WhatsApp Translation
WhatsApp Translation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ হোয়াটসঅ্যাপে এল এক অজানা ভাষার মেসেজ! কিছুতেই বোঝা যাচ্ছে না, ঠিক কী বলতে চেয়েছে। আবার কখনও প্রিয় কেউ খটমট ইংরেজিতে জানালো মনের কথা—কিন্তু সেই ভাষা আপনার সহজবোধ্য নয়। ফলে বার্তার মানে বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে। এতদিন পর্যন্ত একমাত্র ভরসা ছিল ট্রান্সলেটর অ্যাপ, তাও হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গিয়ে। কিন্তু এবার আর সেই ঝামেলা নেই! কারণ, জুকারবার্গের হোয়াটসঅ্যাপেই যুক্ত হচ্ছে নতুন সুবিধা—সরাসরি চ্যাট থেকেই আপনি পেয়ে যাবেন মেসেজের অনুবাদ। 

বিষয়টা কী? নয়া এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার যে কোনও মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন নিশ্চয়ই যে কীভাবে? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ!

প্রসঙ্গত, আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগর। দিনভর স্মার্টফোনেই বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। তাই প্রায়ই নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারকারীরা।

You might also like!