কলকাতা, ৮ আগস্ট : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুদ্ধদেবের পরিবার ও তাঁর অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অশীতিপর এই বাম নেতা দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন।
বুদ্ধদেবের মৃত্যুর দুঃসংবাদ পাওয়ার পর শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম এক্স-শুভেন্দু অধিকারী লিখেছেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি।"