kolkata

2 hours ago

New Metro Rake: চিন থেকে এলো নতুন রেক, পুজোর ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা মেট্রো!

Kolkata Metro, CRRC Dalian Rake
Kolkata Metro, CRRC Dalian Rake

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর কলকাতায় মেট্রোর যাত্রীসংখ্যা একলাফে বেড়ে গেছে। এর পাশাপাশি উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে যাত্রীচাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন অবস্থায় কবি সুভাষ প্রান্তিক স্টেশনে দীর্ঘদিন ধরে চলা সমস্যার কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। স্টেশনটি বন্ধ থাকায় মেট্রো কর্তৃপক্ষকে বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলস্বরূপ, মাঝেমধ্যেই ট্রেন বাতিল হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

হাতে আর মাত্র ২০ দিনও নেই। পুজো আসছে। পুজোর সময় মেট্রোয় চাপ আরও বাড়বে। আর সেই চাপ সামাল দিতে প্রয়োজন আরও মেট্রো রেক। আর এবার চিন থেকে মোট ১৬টি নতুন মেট্রো কোচ বা ২টি রেক এসে পৌঁছল কলকাতায়। ফলে মনে করা হচ্ছে পুজোর আগে এই রেক চালু করে দেওয়া গেলে পুরনো রেকগুলোর উপর চাপ কমবে অনেকাংশে। চিনা সংস্থা সিআরআরসি ডালিয়ান এই কোচ তৈরি করেছে। তবে কলকাতা মেট্রোর টেকনিক্যাল টিম ছাড়পত্র না দিলে এই কোচ পরিষেবা দেওয়া শুরু করতে পারবে না বলেই জানা গিয়েছে।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ‘ম্ভ স্প্রিং সাইন’ জাহাজে করে এই রেকগুলোকে নিয়ে আসা হয়। কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে নামানো হয় কোভগুলোকে। সেখান থেকে রেল লাইনের উপর দিয়ে সেই রেক নিয়ে চলে যাওয়া হয় কলকাতা মেট্রোর মেন্ট্যানেন্স ইয়ার্ডে। এর আগেও চিনের ডালিয়ান থেকে কোচ ও রেক এসেছে কলকাতায়। এখনও পর্যন্ত মোট ৯টি রেক এসেছে কলকাতায়। এর মধ্যে ৭টি রেক তার পরিষেবা দিচ্ছে। প্রথম রেকটি আসে ২০১৯ সালের ৩ মার্চ। যা পরিষেবা দেওয়া শুরু করে ২০২৩ সালের ১৭ মার্চ। 

উল্লেখযোগ্যভাবে, কলকাতা মেট্রোয় সিআরআরসি ডালিয়ান রেক ছাড়াও পরিষেবা দেয় আইএসএফ মেধা রেক এবং আইসিএফ ভেল রেক। এছাড়াও, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে চালানো হচ্ছে বিইএমএল (ভারত আর্থ মুভার্স লিমিটেড)-এর তৈরি রেক।

You might also like!