কলকাতা, ১৪ সেপ্টেম্বর : দুর্গোৎসবের আর মাত্র কিছু দিন বাকি। এই মুহূর্তে কেনাকাটার ব্যস্ততা তুঙ্গে। এই আবহে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে দুর্যোগ ঘনালেও, দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা কম। তবে পুরোপুরি রেহাই দেবে, তেমনও নয়। কলকাতা-সব দক্ষিণবঙ্গের বহু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা জেলার সব জায়গায় হবে না।
বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম আপাতত পিছু ছাড়ছে না। গরমের অস্বস্তি অনুভূত হবে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে গরম ও অস্বস্তি। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন চলবে বৃষ্টি। আগামী কিছু দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।