Festival and celebrations

1 hour ago

Durga Puja 2025: দুর্গা আরাধনা,কোন দিনে কোন রঙের পোশাক পরলে পাবেন দেবীর আশীর্বাদ?

Durga Puja 2025
Durga Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। বাঙালিরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের আরাধনায় মেতে উঠলেও, অবাঙালিদের মধ্যে আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ থেকেই শুরু হয় নবরাত্রি। টানা নয় রাত ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয় এই উৎসবে।নবরাত্রির এই ৯ দিন প্রতিটি দেবীর জন্য একটি নির্দিষ্ট রং রয়েছে, যা শুভ বলে মনে করা হয়। জেনে নিন কোন দিন কোন রঙের পোশাক পরা আপনার জন্য শুভ হবে এবং কোন রঙে দেবী তুষ্ট হবেন।

২২ সেপ্টেম্বর প্রতিপদ: ২১ সেপ্টেম্বর মহালয়ার পরের দিন থেকে শুরু হবে দেবীপক্ষ। এই দিন থেকেই শারদীয়া নবরাত্রি। এই দিনে মা শৈলপুত্রীর পুজো হয়। নবরাত্রির প্রথম দিনে সাদা রঙের পোশাক পরুন।

২৩ সেপ্টেম্বর দ্বিতীয়া: নবরাত্রির দ্বিতীয় দিনে পুজো হয় মা ব্রহ্মচারিণীর। এই দিনে লাল রঙের পোশাক পরা শুভ।

২৪ সেপ্টেম্বর তৃতীয়া: নবরাত্রির তৃতীয় দিনে পুজো হয় দেবী চন্দ্রঘণ্টার। এই দিনে ঘন নীল রঙের পোশাক পরা শুভ।

২৫ সেপ্টেম্বর চতুর্থী: এই বছর ২ দিন ধরে চতুর্থী পড়ছে। চতুর্থীর প্রথম দিনে পরুন হলুদ রঙের পোশাক।

২৬ সেপ্টেম্বর চতুর্থী: দ্বিতীয় চতুর্থীতে পরুন সবুজ রঙের পোশাক। এই দিনে পুজো হবে মা কুশ্মাণ্ডার।

২৭ সেপ্টেম্বর পঞ্চমী: নবরাত্রির পঞ্চম দিনে পুজো হয় মা স্কন্দমাতার। এই দিনে ধূসর রঙের পোশাক পরা শুভ।

২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী: নবরাত্রির ষষ্ঠ দিন থেকে বোধনের মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপুজো। নবরাত্রিতে এ দিন পুজো হয় মা কাত্যায়নীর। এই দিনে কমলা রঙের পোশাক পরা শুভ।

২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী: দুর্গাপুজোর মহাসপ্তমীতে হয় নবপত্রিকা স্নান। নবরাত্রিতে এ দিন পুজো হয় মা কালরাত্রির। এই দিনে ময়ূরকণ্ঠী রঙের পোশাক পরা শুভ।

৩০ সেপ্টেম্বর মহাষ্টমী: দুর্গাপুজোর মহাষ্টমী তিথি দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবরাত্রিতে এ দিন পুজো হয় মা মহাগৌরীর। এই দিনে গোলাপী রঙের পোশাক পরা শুভ।

১ অক্টোবর মহানবমী: মহানবমীর তিথির পূণ্যক্ষণে নবরাত্রিতে পুজো হয় মা সিদ্ধিদাত্রীর। এই দিনে পার্পল রঙের পোশাক পরা শুভ।


You might also like!