Entertainment

3 hours ago

Shruti Das: ভালোবাসার ছোঁয়ায় স্বর্ণেন্দুর জন্মদিনে বিশেষ বার্তা দিলেন শ্রুতি,নেটদুনিয়ায় ভাইরাল পোস্ট !

Shruti Das & Swarnendu Samaddar
Shruti Das & Swarnendu Samaddar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ দুই বছরের বিরতির পর ফের ছোট পর্দায় এসেছেন ফিরে অভিনেত্রী শ্রুতি দাস। জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’-র মাধ্যমে তিনি আবারও দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাছেন। এই ধারাবাহিকে শ্রুতির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সিরিয়ালের প্রোমো  ইতিমধ্যেই দর্শকমহলে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 

শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও শ্রুতি এখন বেশ আনন্দে ভরপুর। সম্প্রতি স্বামী, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার স্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন, যেখানে তিনি শ্রুতির প্রতি ভালোবাসার অনন্য বার্তা দেন। দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরের পাশে থেকেছেন, নানা সমালোচনা ও কটাক্ষের মাঝেও। বয়সে বড় স্বর্ণেন্দুর  সঙ্গে শ্রুতির সম্পর্ক নিয়ে একসময় বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল এই অভিনেত্রীকে। তবে সবকিছুকে পিছনে ফেলে আজ দু’জনে চুটিয়ে সংসার করছেন, এবং একে অপরের প্রতি অটুট সমর্থনে অটল রয়েছেন। 

এবার স্বর্ণেন্দুর জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্রুতি। স্বামীর জন্মদিনে তাঁকে জড়িয়ে ধরে ফটো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন স্বামী। আমি তোমার মতো প্রিয় বন্ধুকে সত্যিই ভাগ্যবতী। তুমি আমার বয়ফ্রেন্ড, আমার পার্টনার ইন ক্রাইম, আমার মেন্টর, আমার গাইড। আমি তোমাকে এই পৃথিবীতে  সবার থেকে বেশি ভালোবাসি।’ শ্রুতি আরও লেখেন, ‘ঈশ্বর তোমার সহায় হোক। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি তোমার সঙ্গে রয়েছি। শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা।’ শ্রুতির এই পোস্টে বহু অনুরাগী এবং বন্ধু-পরিজনরা স্বর্ণেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটি মূলত একটি সমুদ্র সৈকতে তোলা। ছবিতে স্বর্ণেন্দুকে দেখা গিয়েছে একটি উজ্জ্বল হলুদ গেঞ্জিতে, আর শ্রুতি কালো ও বেগুনি রঙের পোশাকে পোজ দিয়েছেন স্বামীর পাশে। ভালোবাসায় মোড়া এই মুহূর্তটি নেটিজেনদের বেশ মনে ধরেছে।

প্রসঙ্গত, শ্রুতির অভিনয়জীবনের সূচনা স্বর্ণেন্দুর হাত ধরেই। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। এরপর ওয়েব সিরিজ ‘ডাইনি’ থেকে বড়পর্দার ‘আমার বস’-এ একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।  এবার ‘জোয়ার ভাটা’-র মাধ্যমে তাঁর টেলিভিশনে প্রত্যাবর্তন নিঃসন্দেহে তাঁর অনুগামীদের জন্য এক বড় উপহার। অভিনয়ে তার স্বতঃস্ফূর্ততা ও পরিপক্বতা আবারও প্রমাণ করে দিচ্ছে, শ্রুতি দাস যেন সব চরিত্রেই সাবলীল।

You might also like!