Entertainment

5 hours ago

Monali Thakur: বিচ্ছেদের পথে মোনালি ঠাকুর? গায়িকার ইঙ্গিতপূর্ণ পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা!

Monali Thakur
Monali Thakur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউড ও বলিউডে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তিনি গায়িকা মোনালি ঠাকুর, যিনি একের পর এক হিট গান দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে গানের সাফল্যের মাঝেও ইদানিং তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিবাহবিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। সেই জল্পনায় ঘি ঢেলেছে  মোনালির সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট, যা ঘিরে বাড়ছে আলোচনা ও চর্চা। 

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় ‘এক বার ফির’ গানের একটি অংশ শেয়ার করেন মোনালি ঠাকুর। সেই গানের সঙ্গে একটি প্রতীকী ভিডিওও পোস্ট করেন তিনি, যেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের ইঙ্গিত স্পষ্টভাবে উঠে আসে। ক্যাপশনে তিনি লেখেন—‘কারণ’। এরপর থেকেই অনুরাগী এবং নেটিজেনদের  একাংশ ধারণা করতে শুরু করেন, মোনালির বিবাহবিচ্ছেদের পেছনে হয়তো এমনই কোনও কঠিন বাস্তব কারণ রয়েছে। যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি মোনালি। তবে তাঁর স্বামী মাইক রিখটারকে ইনস্টাগ্রামে আনফলো করার বিষয়টি কারও নজর এড়ায়নি। ২০১৭ সালে মুম্বইয়ে ঘনিষ্ঠদের উপস্থিতিতে মাইক  রিখটারকে বিয়ে করেন মোনালি ঠাকুর। তবে সে সময় সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিষয়ে তেমন কোনও ঘোষণা করেননি তাঁরা। পরে তাঁদের হাতে আংটি দেখে অনুরাগীরা বুঝতে পারেন যে দু’জন গাঁটছড়া বেঁধেছেন। আর কিছু বছর না যেতেই এখন তাঁদের দাম্পত্যে ফাটলের  জল্পনা ঘিরে শুরু হয়েছে চর্চা। 


You might also like!