Entertainment

6 hours ago

RAKTABEEG 2:মিমি আবীরের কোলে চড়লেন, দোলনা বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তে বিস্ময়

Abir Chatterjee And Mimi Chakraborty Intimate In Which Film
Abir Chatterjee And Mimi Chakraborty Intimate In Which Film

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বলিউড-টলিউডের জনপ্রিয় জুটি আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী যে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা, সেই জল্পনা আরও উসকে দিয়েছে সাম্প্রতিক ক্যামেরা। সমুদ্রসৈকত বেছে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন তারা, যেখানে মন দেওয়া-নেওয়ার রোমান্টিক মুহূর্তে একে অপরের আরও কাছে চলে এসেছেন। ক্যামেরায় ধরা পড়েছে আবীরের কোলে মিমি, কখনও আবার তিনি নায়িকাকে পিঠে বেয়ে ঘুরছেন। সেই অন্তরঙ্গতা আরও গাঢ় হয়েছে ‘দোলনা বিছানা’-য়, যেখানে দু’জনে একে অপরের সঙ্গে কতটা কাছাকাছি তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

এ ভাবে খোলামেলা প্রেম করবেন তাঁরা? টলিউড পর্যন্ত ভাবতে পারেনি। অথচ সেটাই করেছেন দুই তারকা। গল্প কিন্তু এখানেই শেষ নয়! সাগরের নোনা জলে উষ্ণতা ছড়িয়েছেন মিমি। কখনও গাঢ় নীল বিকিনি। কখনও তা হলুদরঙা। মিমি অনায়াস এই সাজে। আবীরও বেছে নিয়েছেন অন্য ধারার পোশাক। শার্ট বা পাঞ্জাবি নয়, কো-অর্ড সেটে (বিচওয়্যার) নায়ক আরও আকর্ষণীয়।

এ বারের পুজোয় চারটি ছবি মুক্তি পাচ্ছে। ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ আর ‘যত কাণ্ড কলকাতাতেই’। ‘রক্তবীজ ২’-তে আবীর-মিমি দু’জনেই আছেন। বাকিরা যখন তাঁদের পুজোর ছবির প্রচারে ব্যস্ত, তখন প্রেম করতে সমুদ্রসৈকতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-এর নায়ক-নায়িকা! আসল ঘটনা কিন্তু একেবারেই তা নয়। বুধবার মুক্তি পাবে পরিচালক জুটির ছবির গান ‘চোখের নীলে’। সেখানে ‘কল্প দৃশ্য’-এ রোম্যান্টিক মেজাজে ধরা দেবেন আবীর-মিমি। পর্দায় নায়িকা প্রথম ধরা দেবেন বিকিনি পোশাকে।

এর আগে পরিচালক জুটি এক সাক্ষাৎকার  জানিয়েছিলেন, এই দৃশ্যের জন্য মিমি অনেক খেটেছেন। দিনে একবার খেতেন। পেটের কাছে ট্যাটু করিয়েছেন। শুটিংয়ের দিন শরীর যাতে ছিপছিপে দেখায় তার জন্য জল পর্যন্ত খাননি! নায়ক-নায়িকা ভীষণ খুঁতখুঁতে। শটশেষে তাঁদের মুখেও তৃপ্তি ছড়িয়ে পড়েছিল। ছবিতে উভয়েই পুলিশ অফিসার। দ্বিতীয় ছবিতে অ্যাকশনের পাশাপাশি কাল্পনিক দৃশ্যে রোম্যান্স করতেও দেখা যাবে। তাইল্যান্ডে ছবির শুটিং হয়েছে।


You might also like!