দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পীও।
তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম। রাজভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধা অতিক্রম করে রাজভবনে পৌঁছনোর চেষ্টা করেন মিছিলকারীরা। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।
তবে রাজভবনে পৌঁছনোর আগেই ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের।
ওয়েবকুপার অন্যতম সদস্য শিক্ষিকা শর্মিষ্ঠা দেবশর্মা বলেন, "রাজ্যপাল নিজের অধঃস্তন কর্মীর শ্লীলতাহানি করেছেন। ওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে। উনি পদের অসম্মান করেছেন। এই ধরনের রাজ্যপাল যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবেন ততই রাজ্যের মঙ্গল।"একই সঙ্গে তাঁর প্রশ্ন, "এই ধরনের আচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও কী করে সুরক্ষিত থাকবেন?"
ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপাল বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না। অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি।"
প্রসঙ্গত, রাজভবনের কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনার পরই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী ঘটনার দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছিলেন। তারপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, রাজ্যপাল তাঁর চেম্বারের ছবি কেন সামনে আনলেন না।