Country

5 hours ago

Himachal Heavy rains: এই বর্ষায় ৪৬ শতাংশের বেশি বৃষ্টি হিমাচলে, দুর্যোগ কাটছেই না

Heavy rains over Himachal
Heavy rains over Himachal

 

শিমলা, ১৭ সেপ্টেম্বর : চারিদিকে শুধুই ধ্বংসস্তুপ, প্রায় ৫০০টি রাস্তা এখনও বন্ধ। যোগাযোগ প্রায় থমকে গিয়েছে। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এবারের বর্ষায় হিমাচলে ৪৬ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। তবুও দুর্যোগ থামছেই না। গত ২০ বছরের তুলনায় এবারের বর্ষায় ইতিমধ্যেই ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হিমাচলে এই মুহূর্তে ৪৯৩টি সড়ক বন্ধ রয়েছে। বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগ বিপর্যস্ত ও স্তব্ধ। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলে বৃষ্টিপাত চলবে। ফলে দুর্ভোগ যে এখনই শেষ হবে না, তা বলাইবাহুল্য।

You might also like!