কলকাতা, ২১ সেপ্টেম্বর : এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান করেছেন সানাকা ৬৪ রান l জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফিফটির পর সাইফ(৬১) ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিয়ে যান তাওহীদ হৃদয়। চামিরার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে হৃদয় (৫৮) বিদায় নেওয়ার পর দ্রুতই বিদায় নেন জাকের ও মেহেদী। এরপর এক রান নিয়ে দলকে জেতান নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সুপার ফোরে সূচনা করলো বাংলাদেশ। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সাইফ হাসান l