দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর জি কর মামলায় এবার নজর কলকাতা পুলিশের চার আধিকারিকের ওপর। তদন্তে গাফিলতির বিষয়ে তাঁদের ভূমিকা খতিয়ে দেখে পদক্ষেপ নিতে লালবাজারকে নির্দেশ আদালতের।
গত ১২ সেপ্টেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় নির্যাতিতার মা-বাবার আইনজীবীরা চার পুলিশ আধিকারিক এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেদিনই শিয়ালদহ আদালত চত্বরে এই মামলার তদন্ত আধিকারিক সীমা পাহুজা ও সিবিআই আধিকারিক এবং সিবিআই আইনজীবীদের সঙ্গে অভাব্য আচরণের অভিযোগ ওঠে নির্যাতিতার মা ও বাবার বিরুদ্ধে। ওই মামলায় শিয়ালদহ আদালত নির্দেশ দিল, মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় তদন্তে গাফিলতির বিষয়ে কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে, পদক্ষেপ করতে হবে লালবাজারকে। শিয়ালদহের এসিজেএম আদালতের নির্দেশ, কলকাতার পুলিশ কমিশনার যেন ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসংগতি ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেন। একইসঙ্গে আদালতে নির্দেশ, সিবিআই যেন গুরুত্ব দিয়ে আরজি করের কর্মী ও চিকিৎসকদের ভূমিকা, খতিয়ে দেখে।
উল্লেখ্য, আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালতের মন্তব্য, এর মানে এই নয় যে আর কেউ এই অপরাধ বা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয়। কারণ, এখনও দুই অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দেয়নি। ১৪ নভেম্বর এই মামলার বিস্তারিত তথ্যসহ আরও একটি স্ট্যাটাস রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।