কলকাতা, ১৭ মে : বিনা টিকিটে রেল সফর বন্ধ করতে এবং পরিবেশ সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকিটিং ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে ট্রেনের সাধারণ শ্রেণীর যাত্রীদের জন্য ইউটিএস অন মোবাইল অ্যাপ-এর একটি গুরুত্বপূর্ণ পরির্বতন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে যাত্রীরা এখন যে কোনও স্থান থেকেই নিজের গন্তব্যের টিকিট পেতে পারবেন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল।
অর্থাৎ, কোনও যাত্রী যদি কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে টিকিট নিতে পারতেন। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইতিমধ্যেই জানিয়েছেন, এই নিয়মের পরিবর্তন করা হয়েছে। তবে, শুধুমাত্র কোনও যাত্রী যদি প্লাটফর্মে থাকেন অথবা ট্রেনে ভ্রমণ করেন, তাহলে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না।