Country

1 hour ago

Vaishno Devi Yatra: বৈষ্ণো দেবী যাত্রা পুনরায় শুরু হতেই আনন্দিত পুণ্যার্থীরা

Devotees on the way to Mata Vaishno Devi shrine
Devotees on the way to Mata Vaishno Devi shrine

 

জম্মু, ১৮ সেপ্টেম্বর : বৈষ্ণো দেবী যাত্রা পুনরায় শুরু হতেই আনন্দিত পুণ্যার্থীরা। খারাপ আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় থাকার পর, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মাতা বৈষ্ণো দেবী তীর্থযাত্রার রেজিস্ট্রেশন কাউন্টারটি পুনরায় চালু হয়েছে। শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডও তীর্থযাত্রীদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে এক তীর্থযাত্রী বলেছেন, "আজ যাত্রা শুরু হয়েছে। আমরা গতকালও এসেছিলাম, কিন্তু বিকেল ৫.৩০ মিনিট নাগাদ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ আমরা মন্দিরের দিকে যাচ্ছি এবং আমার ভালো লাগছে। আমি খুবই খুশি।"

You might also like!