দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার 'ভোটচুরি' নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 'গণতন্ত্রের হত্যাকারীদের' সুরক্ষা দিচ্ছেন। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে আগেই 'হাইড্রোজেন বোমা' ফাটানোর যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এদিন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো কর্ণাটকের একটি কেন্দ্রে ৬,০০০ ভোট চুরির অভিযোগ, যার সপক্ষে তিনি সাংবাদিক সম্মেলনে নিজের কিছু প্রমাণও পেশ করেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, কংগ্রেস সমর্থক, দলিত ও আদিবাসী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। তিনি জানান, শুধু কর্ণাটক নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতেও একই ধরনের ঘটনা ঘটছে। রাহুলের দাবি, কংগ্রেসের শক্তিশালী বুথগুলোকেই বিশেষভাবে টার্গেট করা হচ্ছে এবং এই কাজ কিছু সংস্থা ও কল সেন্টারের মাধ্যমে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এতকিছুর পরেও নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
এরপরেই রাহুল মন্তব্য করেন, যাঁরা গন্ত্রতন্ত্রকে হত্যা করছে, তাদের রক্ষাকবচ হয়ে উঠেছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। কর্নাটকের অলন্দ লোকসভা কেন্দ্রকে উল্লেখ করে কংগ্রেস নেতা দাবি করেন, রাজ্যের বাইরে থেকে সফ্টওয়্যার এবং ফোন নম্বর ব্যবহার করে ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছে। তিনি সেই ফোন নম্বরগুলিও সামনে আনেন সাংবাদিক সম্মেলনে, যেগুলিকে ভোট মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল।
কংগ্রেস সাংসদ দাবি করেন, “গত ১৮ মাসে সিআইডি নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়েছে, যেখানে অভিযুক্তদের সফ্টওয়্যার, ফোন নম্বরের আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল। যদিও কমিশন ওই বিবরণ দিচ্ছে না।” বোমা ফাটিয়ে রাহুল বলেন, “কারণ এই বিবরণ সামনে এল, কান টানলে মাথাও চলে আসবে!”