Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Bjp Candidate Agnimitra Paul :পাখির চোখ মেদিনীপুর,‘এক ফোনে দিদিভাই’,ভোট বঙ্গে এবার নয়া কর্মসূচি বিজেপির

Bjp Candidate Agnimitra Paul
Bjp Candidate Agnimitra Paul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলোকসভা ভোটের প্রচার পর্বে এবার অভিনব উদ্য়োগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। চালু করলেন ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি।  দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্রে জনসংযোগ বাড়াতে নয়া পন্থা অবলম্বন বিজেপি প্রার্থীর।

বুধবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে ‘এক ফোনে দিদি ভাই’ নামে একটি কর্মসূচি শুরু করলেন অগ্রিমিত্রা পাল। বিজেপির তরফে একটি থিম সংও রিলিজ করা হয়। তবে এই নম্বর চালু করা হয় কেন? প্রার্থী জানিয়েছেন, এই কয়দিনে লোকসভা কেন্দ্রের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। তার উপর গরমের কারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। সেহেতু, একটি ফোন নম্বর চালু করা হল, যেখানে মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা ফোনে জানতে পারবেন। আগামী দিনে ভোট জিতে আসলে কী কী কাজ অগ্রাধিকার পাবে, তার একটা ধারণা তৈরি করা যাবে।

অগ্নিমিত্রা জানান, এই লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে জল এবং আবাসের। অনেক জয়াগতেই পানীয় জলের একটা সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। প্রচারের সময় মানুষ সেগুলি তাঁর সামনে তুলে ধরছেন। তিনি জানান, খড়গপুর বা কেশিয়ারি এলাকায়, মেদিনীপুর শহর এলাকাতেও জলের সমস্যা রয়েছে। এতদিন বাদেও এরকম জলের সমস্যা রয়েছে।

এই কেন্দ্রে গতবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান দুর্গাপুর আসনে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘দিলীপ দা প্রচুর কাজ করে গিয়েছেন। তাঁর কাজের রিপোর্ট কার্ড তিনি মানুষের কাছে দিয়ে গিয়েছে। তবে, পাঁচ বছরে তো সব কাজ করে ওঠা সম্ভব নয়।’ যে যে কাজগুলো বাকি রয়েছে, সেগুলি নিয়েই মানুষের মতামত পেতে এই কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব এক পার্টি। যখন সিপিএম ক্ষমতায় যে ক্ষমতায় ছিল তখন কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কংগ্রেস তুষ্টিকরনের রাজনীতি এখনও পর্যন্ত করে যাচ্ছে। আর তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনদের বার বাড়ন্ত র পিছনেও রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল।


You might also like!