Entertainment

1 hour ago

Ali Fazal-Mirzapur: আলি ফজলের নতুন ছবি, এবার কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন?

Ali Fazal-Mirzapur
Ali Fazal-Mirzapur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘মির্জাপুর’-এর ‘গুড্ডু ভাই’ খ্যাত অভিনেতা আলি ফজল হঠাৎই কুস্তিতে মনোনিবেশ করেছেন। এর কারণ হলো, তিনি তার জনপ্রিয় চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। প্রতিদিন নিয়ম করে কুস্তি প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। অভিনেতার পরিবারে 'পাহেলওয়ানি'র ঐতিহ্য রয়েছে, আর নতুন এই চরিত্রের হাত ধরে তিনি সেই ঐতিহ্যই বজায় রাখছেন।ইতিমধ্যেই নতুন চরিত্রের এই প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, “আমার পরিবারে ‘পহেলওয়ানি’র ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস স্মরন করিয়ে দিচ্ছে এই ছবির প্রস্তুতি। তাই সেই শিকড়ে ফিরে গিয়ে প্রোটিন শেক বা এই জাতীয় খাবার না খেয়ে সঠিকভাবে শরীর গঠনে মন দিয়েছি।” উল্লেখ্য, জানা যাচ্ছে যে জুলাইয়ের শেষের দিকে এই চরিত্রের জন্যও প্রস্তুতি নিতে শুরু করেন আলি। শরীরচর্চার পাশাপাশি নজর দিয়েছেন ডায়েটেও। কৃত্রিম নয় বরং প্রাকৃতিক প্রোটিন উপাদান সমৃদ্ধ খাবারেই ভরসা রাখছেন অভিনেতা। ঘি, দুধ, মরশুমি শাক-সবজি দিয়েই সারছেন খাওয়াদাওয়া। অভিনেতা জানিয়েছেন, ঠিক যেভাবে তাঁর পূর্বপুরুষেরা যেভাবে শরীরচর্চা ও খাওয়াদাওয়ার দিকে নজর দিতেন সেদিকেই মন দিয়েছেন আলি ফজল। 

এই নিয়ে অভিনেতা আরও বলেন, “শরীরচর্চা করা, কুস্তি করে সুগঠিত শরীর তৈরি করা শুধুমাত্র লোকদেখানো নয়। তা যেন আসলেই গুড্ডুর মতোই লড়াই করতে কাজে লাগে সেদিকেও নজর দেওয়া দরকার। এভাবেই আমি আমার মধ্যে গুড্ডুকে লালন করতে শুরু করেছি। আলাদা কিছু উপহার দিতে চাই দর্শককে।” 

You might also like!