দুবাই, ১৫ সেপ্টেম্বর : রবিবার দুবাইতে এশিয়া কাপ ২০২৫-এর তাদের ম্যাচে বল বাকি থাকার দিক থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের দ্বিতীয় বৃহত্তম টি-২০ জয় অর্জন করলো। ২৫ বল বাকি থাকতেই মেন ইন ব্লু সাত উইকেটের জয় পায়। এটি ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের পারফরম্যান্সের সামান্যই কম ছিল, যখন তারা ২৭ বল বাকি থাকতে জয় দাবি করেছিল। রবিবার ভারতের জয়ের মূলে ছিল দুর্দান্ত বোলিং পারফর্মেন্স, যার ফলে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ১২৭ রানে থেমে যায়। রিস্ট স্পিনার কুলদীপ যাদব তিনটি উইকেট নেন, আর অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় টি-২০ জয় (বল বাকি):
১. ২৭ বল (২০১৬, মিরপুর)
২. ২৫ বল (২০২৫, দুবাই)
৩. ১৮ বল (২০১২, কলম্বো)
৪. ১৩ বল (২০১৬, কলকাতা)
৫. ৯ বল (২০১৪, মিরপুর)