দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কখনও ভয় দেখানো। কখনও জোর খাটিয়ে লুঠপাট, তোলাবাজি। লোক পাঠিয়ে ফসল কেটে ফেলা রাতারাতি, মারধর, অত্যাচারের অভিযোগ ভূরি ভূরি। সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন গ্রামের লোকজনই। তাঁদেরই দাবি, এলাকার ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের শাগরেদদের জোরজুলুমে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এবার সেই একই অভিযোগ তুলেছেন এলাকার প্রাক্তন তৃণমূল নেতারাও।
সন্দেশখালি ২ নং ব্লকের প্রাক্তন বুথ সহ-সভাপতি সুদেব গিরি, তাপস দাসেরা অভিযোগ করেছেন, এলাকার প্রাক্তন তৃণমূল নেতারাও শিবু হাজরা, উত্তম সর্দারের অত্যাচারের শিকার হয়েছেন। তাঁদের অনেকেই ১০ বছরের বেশি দলে রয়েছেন। অভিযোগ, শিবু হাজরারা এলাকায় এসেই অনেককে সরিয়ে দেন। নতুন করে নিজেদের দল তৈরি করেন।
প্রাক্তন তৃণমূল নেতাদের দাবি, ক্ষমতায় এসেই প্রথমে দীর্ঘদিনের পুরনো তৃণমূল নেতাদের পদ থেকে সরিয়ে দেয় শেখ শাহজাহানের শাগরেদরা। তারপরেই শুরু হয় অত্যাচার। অভিযোগ, পারিশ্রমিক চাইতে গেলেই মারধর করত তারা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। প্রশাসনকে জানাতে গেলে বিপদ আরও বাড়ত। দলবল নিয়ে এসে মারধর করে যেত। ভয়ে তাদরে বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারত না।
সন্দেশখালিতে বহিরাগতরা ঢুকেছে এমন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকত্ন তৃণমূল নেতাদের দাবি, এই শেখ শাহাজান ও তার দলবলই বাইরে থেকে এসে এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। শাহজাহান ‘বেপাত্তা’ হওয়ার পরেই গ্রামের লোকজন সাহস পেয়ে মুখ খুলেছেন বলে জানান তাঁরা। প্রাক্তনদের আরও দাবি, গত সাত-আট বছরে এ ভাবেই সন্দেশখালি গ্রামে একরের পর এক জমি হাতিয়ে নিয়েছে এই শাহজাহানের শাগরেদরা। মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে অত্যাচার, কোনও কিছুই বাদ যায়নি।