নয়াদিল্লি ও নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর : কোনও ধরনের পরমাণু হুমকির সামনে নত হবে না ভারত। জানিয়ে দিলেন কূটনীতিবিদ তথা রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রপুঞ্জের ভাষণে কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার কড়া জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব পেটাল গেহলট বলেছেন, "যেখানে সন্ত্রাসবাদের কথা বলা হয়েছে, আমরা স্পষ্ট করে দিচ্ছি, সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না। উভয়কেই জবাবদিহি করা হবে এবং আমরা পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে সন্ত্রাসবাদ অনুশীলন করতে দেব না। ভারত কখনই এই ধরণের হুমকির কাছে মাথা নত করবে না। বিশ্বের প্রতি ভারতের বার্তা স্পষ্ট, সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা থাকতে হবে।"
পেটাল গেহলট আরও বলেছেন, "ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই একমত হয়েছে যে, তাদের মধ্যে যে কোনও অমীমাংসিত সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে। এই ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের কোনও স্থান নেই। এটি আমাদের দীর্ঘদিনের জাতীয় অবস্থান।" পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে পেটাল বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে শান্তির কথা বলেছেন। যদি তিনি সত্যিই আন্তরিক হন, তাহলে পথ পরিষ্কার। পাকিস্তানকে অবিলম্বে সমস্ত সন্ত্রাসী শিবির বন্ধ করে দিতে হবে এবং ভারতে থাকা সন্ত্রাসীদের আমাদের হাতে তুলে দিতে হবে। এটাও বিদ্রূপাত্মক যে ঘৃণা, গোঁড়ামি এবং অসহিষ্ণুতার পথে চলা একটি দেশ এই মঞ্চে ধর্মবিশ্বাসের বিষয়ে প্রচার করছে। পাকিস্তানের রাজনৈতিক এবং জনসাধারণের বক্তব্য তার আসল স্বরূপ প্রতিফলিত করে। স্পষ্টতই, আয়নার দিকে তাদের তাকানো অনেক আগেই প্রত্যাশিত।"