Country

2 hours ago

Agni Prime:সেনার শক্তি বাড়াল ভারত, রেললাইন থেকে পরীক্ষা সফল ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র

'Agni Prime' missile
'Agni Prime' missile

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুর থেকে এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার এই উদ্যোগ দেশের জন্য গর্বের বিষয়। তিনি ডিআরডিও ও স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডকে ধন্যবাদও জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য।

‘অগ্নি প্রাইম’ মূলত ‘নেক্সট জেনারেশন’ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে চলমান লঞ্চিং ব্যবস্থার মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। আর সেই পরীক্ষা সফলও হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটিকে ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যেটিকে সামরিক পরিভাষায় ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’ বলা হয়। এই প্রথম কোনও ট্রেনের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে জুড়ে দেওয়া হল। ফলে রেললাইন দিয়ে যে কোনও জায়গায় এই লঞ্চিং ব্যবস্থাকে নিয়ে যাওয়া যাবে। ফলে দেশের যে সব জায়গায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেই সব জায়গা থেকে অনায়াসে শত্রুপক্ষকে নিশানা বানাতে পারবে এই ক্ষেপণাস্ত্র।‘নেক্সট জেন’ এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। শুধু তা-ই নয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে বোকা বানিয়ে নিশানা বানাতে পারে।

রেল লঞ্চার সিস্টেম হল এক ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রযুক্তি, যা রেললাইন ধরে চলতে পারে। এটি দেখতে সাধারণ পণ্যবাহী ট্রেনের মতো, তাই বাইরের কেউ সহজে ধরতে পারে না যে এটি একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এতদিন পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হতো স্থিতিশীল লঞ্চিং প্যাড থেকে, কিন্তু এবার চালু হলো চলমান লঞ্চিং প্যাডের মাধ্যমে উৎক্ষেপণ।

রেল মোবাইল লঞ্চারের বিশেষত্ব হল, দেশের যে কোনও স্থানে এটি সহজে নেওয়া যায় এবং শত্রুপক্ষের নজর এড়ানো যায়। চলন্ত অবস্থায় ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, আর ট্রেনের ভিড়ে মিশে সহজেই শত্রু থেকে আড়াল থাকতে পারে। এই প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নমনীয় ও শক্তিশালী করেছে।


You might also like!