নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর,: বিশ্ব হৃদয় দিবসে আমরা সকলেই নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের হৃদয়কে সুস্থ রাখার অঙ্গীকার করি, যাতে আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের সুখী জীবন উপহার দিতে পারি।প্রসঙ্গত, প্রতি পাঁচজনের মধ্যে একজন হৃদরোগ (কার্ডিওভাসক্যুলার ডিজিসেস, সিভিডি) অকালে মারা যান। ক্যান্সার এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগের মিলিত মৃত্যুর চেয়েও বেশি প্রাণ কেড়ে নেয় এই সিভিডি। তবুও, ৮০% পর্যন্ত হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধযোগ্য।