Entertainment

1 hour ago

Rihanna:পপতারকার পরিবারে নতুন অতিথি, রিহানা আবারও মা হয়েছেন

rihanna gives birth to baby girl her third child with aap rocky
rihanna gives birth to baby girl her third child with aap rocky

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মার্কিন পপ তারকা রিহানা বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। র‌্যাপার এএসএপি রকির সঙ্গে তাদের এটি তৃতীয় সন্তান। নিজের সোশ্যাল মিডিয়ায় রিহানা তৃতীয়বার মা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন। পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাত কন্যাসন্তানকে কোলে নিয়ে গায়িকা, আর অন্য ছবিতে রাখা রয়েছে বাচ্চাদের একজোড়া জুতোর চমকপ্রদ ছবি।

উল্লেখ্য, ২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা ও রকি। নিজেদের পেশাকে সময় দিয়েও নিজেদের দাম্পত্যে সময় দিতে ভোলেননা তাঁরা। ২০২২ সালে তাঁরা প্রথম সন্তানের জন্ম দেন।, এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। এরপর ফের কোল আলো করে আসে তৃতীয়সন্তান। ২০২৪ সালে মেট গালার অনুষ্ঠানে তৃতীয়বার সন্তান আসার খবর দিয়েছিলেন পপ তারকা দম্পতি। বুধবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিলেন তাঁরা।

গত বছরের জুনে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহানা। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত সবাই। বিশেষ আকর্ষণ ছিল রিহানা ও শাহরুখ খানের একসঙ্গে উপস্থিতি। গোলাপি পোশাক ও কালো ব্লেজারে দু’জনে ডান্স ফ্লোরে নেমে বাদশাহর চিরচেনা ভঙ্গিতে নাচ শুরু করেন, রিহানাও কোমর দোলাতে দোলাতে তাঁর নাচের অনুকরণ করেন। দু’জনের একসঙ্গে নাচ দেখে আশেপাশের অতিথিরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন, আর সেই দৃশ্য দর্শকদের মনে এক অনন্য মুহূর্ত সৃষ্টি করেছিল।


You might also like!