Game

1 hour ago

Asia Cup 2025: এশিয়া কাপ, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান ভারতের মুখোমুখি

Pakistan beat Bangladesh in Asia Cup
Pakistan beat Bangladesh in Asia Cup

 

দুবাই, ২৬ সেপ্টেম্বর : সেমি-ফাইনালে রূপ নেওয়া সুপার ফোর পর্বের পাকিস্তান বাংলাদেশ ম্যাচে ১১ রানের জয়ে ফাইনালের ঠিকানা পেল পাকিস্তান। পাকিস্তান ১৯৮৪ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াাম বৃহস্পতিবার পাকিস্তানের ১৩৫ রানের জবাবে বাংলাদেশ করে ১২৪ রান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিংয়ের ধারা ধরে রেখে তিন উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, রিশাদ আহমেদ ও শেখ মেহেদি হাসান নেন দুটি করে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়েছে পুরোপুরি ব্যর্থ। ব্যাট হাতে ১৯ রান করার পর বোলিংয়ে তিন উইকেট নিয়ে পকিস্তানের নায়ক শাহিন শাহ আফ্রিদি এবং হন ম্যান অফ দ্যা ম্যাচ l ফাইনালে রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর আগে শুক্রবার মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা, যে ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার।

স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ , পাকিস্তানের সর্বোচ্চ রান করেন হারিস ৩১l আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন।

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯। বাংলাদেশের এই সর্বোচ্চ রান করেন শামীম ৩০l পাকিস্তানের সর্বোচ্চ ৩টি উইকেট নেন আফ্রিদি।

You might also like!