ম্যানচেস্টার, ৭ আগস্ট : শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছাড়ছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি যাচ্ছেন স্পেনের আতলেতিকো মাদ্রিদে। ম্যানচেস্টার সিটিতে দুই মরসুমে তিনি ৩৬টি গোল করেছেন। ইংলিশ ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে বিক্রি করছে ৯৫ মিলিয়ন ইউরোতে। উল্লেখ্য ২০২২ সালে জানুয়ারি মাসে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৪ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ।